নিজস্ব সংবাদদাতাঃ সন্ত্রাসে কোটি কোটি টাকার আর্থিক মদত মামলায় ফের একবার নড়েচড়ে বসল জম্মু ও কাশ্মীরের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি। জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের মৌলভি সারজন বরকতির মাধ্যমে অবৈধ টাকা আদান প্রদান হত বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় আজ শনিবার আটটি পৃথক স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে এসআইএ। সরকারি সূত্রে জানা গিয়েছে, ১.৫ কোটি টাকারও বেশি তহবিল ক্রাউডফান্ডিং এবং সন্দেহভাজন সন্ত্রাসবাদী থেকে শুরু করে ব্যক্তিগত সুবিধা, মুনাফা অর্জন এবং বিচ্ছিন্নতাবাদী-সন্ত্রাসবাদী প্রচারের জন্য ব্যবহার করা হয়েছিল।