নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে ব্যানার লাগানোকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বেঙ্গালুরুর গোবিন্দরাজনগর কেন্দ্রে বিজিএস গ্রাউন্ডে মহিলা সম্মেলনের অনুষ্ঠানে কংগ্রেস কর্মীদের লাগানো ব্যানারগুলোর বিরুদ্ধে বিজেপি কর্মীরা প্রতিবাদ করলে এই ঘটনা ঘটে। উভয় প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী পাথর নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে একে অপরকে আক্রমণ করে যার ফলে অনেকে আহত হয়। পুলিশের হস্তক্ষেপ ও লাঠিচার্জের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেঙ্গালুরু সিটির পশ্চিম বিভাগের ডিসিপি লক্ষ্মণ বি নিম্বারগি জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশ কর্মীরাও আহত হয়েছেন। তিনি বলেন, "উভয় দল পাথর নিক্ষেপ করে এবং আমাদের পুলিশ কর্মীরাও আহত হয়। এই ঘটনায় তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। আরও তদন্ত করা হচ্ছে।"