নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় টেলিফোনে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেলের সঙ্গে কথা বলেছেন। বর্তমানে কেরালা সফরে থাকা দ্রৌপদী মুর্মু পাউদেলকে ফোন করেন এবং নেপালের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান। জানা গিয়েছে, উভয় রাষ্ট্রপতি ভারত ও নেপালের মধ্যে অনন্য এবং বহুমুখী সম্পর্কের কথা উল্লেখ করেন। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং দু'দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের দৃঢ় বন্ধনকে আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন। রাষ্ট্রপতি মুর্মু আস্থা প্রকাশ করেন যে রাষ্ট্রপতি পাউদেলের নির্দেশনায় ভারত-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে।