নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান শুক্রবার আঙ্কারায় ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছেন। সূত্রে খবর, ন্যাটোতে যোগদানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার। বৃষ্টি সত্ত্বেও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং এরদোগান তুরস্কের রাজধানী বেস্তেপ জেলার প্রেসিডেন্ট প্রাসাদে সামরিক সম্মান গার্ড পরিদর্শন করেন। ফিনল্যান্ড ও সুইডেন গত বছরের মে মাসে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করে। তুরস্ক এবং হাঙ্গেরি ৩০ টি দেশের ব্লকের সম্প্রসারণকে আটকে রেখেছে, একমাত্র দুটি দেশ যারা এখনও নর্ডিক রাষ্ট্রগুলির দরপত্র অনুমোদন করেনি, যা প্রতিটি ন্যাটো সদস্যের সংসদকে অবশ্যই অনুমোদন করতে হবে।