নিজস্ব সংবাদদাতাঃ উত্তর প্রদেশের সম্ভলের চান্দৌসি এলাকায় একটি আলু কোল্ড স্টোরেজের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ১০ জনকে উদ্ধার করা হয়েছে। সম্ভলের জেলাশাসক মণীশ বনসল বলেন, "ধ্বংসস্তূপ থেকে মোট ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১৪ জন মারা গেছেন। উদ্ধার অভিযান চলছে।"
তিনি আরও বলেন, 'ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'