রেডি থাকুন! চৈত্র থেকেই পাতে পড়বে ইলিশ! পকেট থেকে খসবে কত?

author-image
Harmeet
New Update
রেডি থাকুন! চৈত্র থেকেই পাতে পড়বে ইলিশ! পকেট থেকে খসবে কত?

নিজস্ব সংবাদদাতা: চৈত্রের শুরুতেই বাজার ছেয়ে গেলো রূপোলি ফসলে। এগুলো মূলত চালানের ইলিশ। কলকাতায় ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১০০০ টাকার কাছাকাছি। ফলে আপাতত ইলিশ সাধারণ মানুষের নাগালের বাইরে। যদিও চৈত্র মাসেও দেখা মিলছে ইলিশের এটা বাঙালিদের কাছে মেঘ না চাইতেও জলের মতোই ঠেকেছে। ফলে বাজারে যে এখনই ভিড় উপচে পড়বে সেটা বলাই বাহুল্য। আপনার এলাকায় কি ইলিশ মিলছে?