নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে রাশিয়ায় ড্রোন পাঠানো নিয়ে ইরানকে দোষারোপ করে আসছে পশ্চিমা দেশগুলো। রাশিয়ায় ড্রোন পাঠানোর বিষয় নিয়ে এবার নিজের মত ব্যক্ত করলেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ এলাহী। তিনি বলেন, "যুদ্ধ শুরুর পর থেকে ইরান রাশিয়ায় কোনো ড্রোন পাঠায়নি। রাশিয়ার ভাল সামরিক সরঞ্জাম রয়েছে এবং ইরানেরও ভাল সামরিক সরঞ্জাম রয়েছে। ইরানি ড্রোনের কার্যকারিতা নিয়ে কোনো সন্দেহ নেই। রাশিয়ার সঙ্গে আমাদের ভালো সামরিক সহযোগিতা রয়েছে, কিন্তু যুদ্ধের শুরু থেকে আমরা রাশিয়ার কাছে কোনো ড্রোন সরবরাহ করিনি।"