নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত মণীশ সিসোদিয়ার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) রিমান্ড আরও পাঁচ দিন বাড়িয়েছে। দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জিএনসিটিডির আবগারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে অনিয়মের অভিযোগ রয়েছে, পরে ইডি তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দায়ের করে। সূত্রে খবর, মনীশ সিসোদিয়াকে তাঁর পরিবারের খরচ এবং স্ত্রীর চিকিৎসার খরচের জন্য যথাক্রমে ৪০,০০০ এবং ৪৫,০০০ টাকার চেকে স্বাক্ষর করার অনুমতি দিয়েছে আদালত।