নিজস্ব সংবাদদাতাঃ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, শি জিনপিংয়ের আসন্ন রাশিয়া সফর 'শান্তির' জন্য এবং ইউক্রেন সংকটসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে চীন তার 'বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ অবস্থান' বজায় রাখবে। চীনের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার বলেন, "চীনের প্রস্তাবটি একটি বাক্যের মধ্যে রয়েছে, যা শান্তি ও আলোচনার প্রচারের আহ্বান জানায়।" ইউক্রেন যুদ্ধে বেইজিং যখন নিজেকে নিরপেক্ষ শান্তির মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে এবং মস্কোর সঙ্গে তার 'সীমাহীন' সম্পর্ক এবং পাশ্চাত্যের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে, তখন শি জিনপিংয়ের এই সফর।