খাটের তলায় মিললো ২২ লক্ষ টাকা! চাঞ্চল্য বাংলায়

author-image
Harmeet
New Update
খাটের তলায় মিললো ২২ লক্ষ টাকা! চাঞ্চল্য বাংলায়

নিজস্ব সংবাদদাতা: বাড়িতে সবেমাত্র প্রাতঃকৃত সেরেছিলেন। ঠিক তখনই বেল বাজতেই দরজা খুলে দেখেন হানা দিয়েছে উর্দিধারীরা। বসিরহাটের সীমান্ত থেকে ২২ লক্ষ বাংলাদেশি টাকা পেলো সীমান্তরক্ষী বাহিনী। আজিজ গাজি দেখতে একদম সাদামাটা। ছোট কাজ আর চাষবাস করেই সংসার চলে। তাঁর বাড়িতেই চৌকির নীচে রয়েছে ৫০০ ও ১০০০ টাকার নোট মিলিয়ে ২২ লক্ষ টাকা। ভারত-বাংলাদেশ ঘোজাডাঙা সীমান্তের উত্তরপাড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। অভিযুক্তকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।