নিজস্ব সংবাদদাতা: আবার একবার পিছিয়ে গেলো অনুব্রত মণ্ডলের জামিনের মামলার রায়। ২৩ মার্চ এই মামলার রায় হতে পারে বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের আদেশ অনুযায়ী গরু পাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল সভাপতিকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করছিল ইডি। তার প্রেক্ষিতে জামিনের আবেদন করেছিলেন অনুব্রত। মামলার রায় একমাস পিছিয়ে গিয়ে ১৭ মার্চ ধার্য করা হয়েছিল। অবশেষে সেটাও পিছিয়ে গেলো আবার।