নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে ৫০ বছরের পুরোনো একটি হনুমান মন্দিরে প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার চালানো হয়েছে বলে অভিযোগ। অভিযোগ, দিল্লি উন্নয়ন পর্ষদ বুলডোজার চালিয়ে রাজেন্দ্র নগরের একটি হনুমান মন্দির ভেঙেছে। বিষয়টি জানতে পেরে সেখানে ছুটে এসেছিলেন সাধারণ মানুষ। বুলডোজারের উপর উঠে বিক্ষোভ প্রদর্শন করা হয়। শেষ পর্যন্ত মন্দির ভাঙার কাজ মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে বলে খবর। বছরখানেক আগে চাঁদনি চৌকের সৌন্দর্যায়নের কাজ শুরু করেছিল দিল্লি সরকার। সেই কাজেই এই মন্দির ভাঙা হচ্ছিল বলে মনে করা হচ্ছে।