দলের সমস্ত সিদ্ধান্তকে কার্যকরী করতে ঝাঁপিয়ে পড়েছেন প্রাক্তন বিধায়ক

author-image
Harmeet
New Update
দলের সমস্ত সিদ্ধান্তকে কার্যকরী করতে ঝাঁপিয়ে পড়েছেন প্রাক্তন বিধায়ক



সমীর বাউরি,পুরুলিয়াঃ রঘুনাথপুর বিধানসভার টানা দুবারের বিধায়ক পূর্ণ চন্দ্র বাউরি। ২০২১ এর নির্বাচনে দল তাঁকে প্রার্থী করেনি। বদলে প্রার্থী করা হয়েছে নতুন মুখকে । তারপরেই ভরা ডুবি হয় তৃণমূলের, উত্থান হয় বিজেপির। কিন্তু রাজনীতির ময়দান ছেড়ে চলে যাননি পূর্ন। দলের সমস্ত সিদ্ধান্তকে কার্যকরী করতে ঝাঁপিয়ে পড়েছেন তাঁর অনুগামীদের নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই করোনাভাইরাসকে কেন্দ্র করে তার দলীয় কর্মীদের এক নির্দেশিকা দেন , যে সংক্রামক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে। দিদির আদেশকে মান্যতা দিয়েই তা পালন করে চলেছেন রঘুনাথপুরের প্রাক্তন বিধায়ক পূর্ণ চন্দ্র বাউরি। করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেন তিনি। এরই পাশাপাশি দলকে সক্রিয় করতে রঘুনাথপুর ১ নম্বর ব্লক এলাকার আড়রা গ্রাম পঞ্চায়েতের ২৪২ নম্বর বুথের বিজেপি জেতা মমতা বাউরী প্রার্থীকে তৃণমূলের ঝাণ্ডা ধরিয়ে মা মাটি মানুষের দলে ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হন তিনি ।

বিজেপির জেতা দশটি আসনের মধ্যে দুজন প্রার্থী কে আগেই দল ভাঙ্গিয়ে নিয়ে আসেন তৃণমূলে । এবার আরও একজন বিজেপি সদস্যকে তৃণমূলে নিয়ে এলেন প্রাক্তন বিধায়ক পূর্ন চন্দ্র বাউরি।



আরও খবরঃ http://anmnews.in/?p=216939 / http://anmnews.in/?p=216930
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm