ওয়ার্কআউটের কারণেই হার্ট অ্যটাক?

author-image
Harmeet
New Update
ওয়ার্কআউটের কারণেই হার্ট অ্যটাক?

নিজস্ব সংবাদদাতা:   চলতি মাসের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন।  সম্প্রতি সুস্মিতার কার্ডিওলজিস্ট চিকিৎসক রাজীব ভগবত জানিয়েছেন হার্ট অ্যাটাকের ফলে সুস্মিতার শরীরে ক্ষতি হয়েছে। সুস্মিতা সঠিক সময় সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছিলেন। সুস্মিতার ফিটনেসই তাঁকে মরতে মরতে বাঁচিয়েছে। নইলে নায়িকার শরীরে আরও বড় ক্ষতি হতে পারত।  তিনি আরও জানান, কখনওই সপ্তাহে ৩-৪ দিনের বেশি ভারী ওয়ার্কআউট করা উচিত নয়। উপযুক্ত বিশ্রাম ও ঘুম ছাড়া কোনও ভাবেই ওয়ার্কআউট করা উচিত নয় বলে জানিয়েছেন কার্ডিওলজিস্ট ভগবত।