নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বৃহস্পতিবার জানিয়েছে, রাশিয়া, তুরস্ক, ইরান ও সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীদের এই সপ্তাহে অনুষ্ঠেয় বৈঠক অনির্দিষ্ট তারিখের জন্য স্থগিত করা হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু গত সপ্তাহে বলেছিলেন, সিরিয়ার সংকট সমাধানের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে পরিকল্পিত আলোচনার আগে চার দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা এই সপ্তাহে মস্কোতে বৈঠক করবেন। জানা গিয়েছে, আগামী ১৫-১৬ মার্চ উপ-পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল। তবে 'কারিগরি কারণে' বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।