নিজস্ব সংবাদদাতাঃ আসামে বাল্যবিবাহ রুখতে একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে রাজ্য সরকার। এরই প্রসঙ্গে ফের একবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 'বাল্যবিবাহের বিরুদ্ধে মিশনে আমরা ২০০ কোটি টাকা বরাদ্দ করেছি। যারা বাল্যবিবাহের জন্য উদ্যোগী হচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতি ছয় মাসে ৩০০০-৪০০০ এর মতো বড় ধরনের গ্রেফতারের ঘটনা ঘটবে। আমরা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন শুরু করব এবং ২০২৬ সালের মধ্যে একটিও বাল্যবিবাহ যাতে না হয় তা নিশ্চিত করব।'