মহাকাশে ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ

author-image
Harmeet
New Update
মহাকাশে ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ

নিজস্ব সংবাদদাতাঃ ভারতী এন্টারপ্রাইজসমর্থিত লো-আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট যোগাযোগ সংস্থা ওয়ানওয়েব ২৬শে মার্চ ইসরোর সাথে ৩৬ টি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে শুরু হওয়া এই উৎক্ষেপণটি ওয়ানওয়েবের এখন পর্যন্ত ১৮তম উৎক্ষেপণ। জানা গেছে এই স্যাটেলাইট বিশ্বব্যাপী কভারেজ শুরু করতে সক্ষম হবে।