লিবিয়ায় ২.৫ টন ইউরেনিয়াম নিখোঁজ: জাতিসংঘ

author-image
Harmeet
New Update
লিবিয়ায় ২.৫ টন ইউরেনিয়াম নিখোঁজ: জাতিসংঘ

নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার একটি স্থানে মজুত প্রায় ২.৫ টন প্রাকৃতিক ইউরেনিয়াম হারিয়ে গেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা। প্রাকৃতিক ইউরেনিয়াম তাৎক্ষণিকভাবে শক্তি উৎপাদন বা বোমা জ্বালানির জন্য ব্যবহার করা যায় না, কারণ সমৃদ্ধকরণ প্রক্রিয়ার জন্য সাধারণত ধাতুটিকে গ্যাসে রূপান্তরিত করতে হয়, তারপরে প্রয়োজনীয় স্তরে পৌঁছানোর জন্য সেন্ট্রিফিউজে ঘুরিয়ে দেওয়া হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতি টন প্রাকৃতিক ইউরেনিয়াম যদি প্রযুক্তিগত উপায় ও সম্পদের সাহায্যে একটি দল অর্জন করে তবে সময়ের সঙ্গে সঙ্গে ৫.৬ কিলোগ্রাম (১২ পাউন্ড) অস্ত্র-গ্রেড উপাদানে পরিশোধিত হতে পারে। ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএএ) এক বিবৃতিতে বলা হয়, 'মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি সদস্য দেশগুলোকে ইউরেনিয়াম হারিয়ে যাওয়ার বিষয়ে অবহিত করেছেন।'