বেসরকারি বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৯

author-image
Harmeet
New Update
বেসরকারি বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৯

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির সাইবার পুলিশ বেসরকারি বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে বেকার যুবকদের প্রতারিত করা সাইবার প্রতারকদের একটি আন্তঃরাজ্য চক্রের হদিশ পেয়েছে। সাইবার নর্থ থানার ডিসিপি সাগর সিং কালসি জানিয়েছেন, ৯ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে সাইবার নর্থ থানার একটি দল। সাইবার নর্থ থানার ডিসিপি সাগর সিং কালসি বলেন, "অভিযুক্তরা নয়ডা, উত্তরপ্রদেশ, উত্তম নগর, দ্বারকা, নওয়াদা এবং দিল্লির বিভিন্ন জায়গা থেকে কাজ করত। অভিযুক্তরা Shine.com থেকে চাকরি প্রার্থীদের সিভি বিবরণ সংগ্রহ করত। এবং নিজেদের বেসরকারি বিমান সংস্থার এইচআর পরিচয় দিয়ে অনলাইনে ভুয়ো চাকরির অফার লেটার সরবরাহ করত।"