নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্লাবিত এলাকার বাসিন্দাদের জন্য ৩ টি কমিউনিটি কিচেন চালু করল সুন্দরবন জেলা পুলিশ। আগামী ১৫ দিন ধরে ওই কিচেনগুলিতে রান্না করা খাবার দেওয়া হবে বাসিন্দাদের। ইয়াসের জেরে মূলত ক্ষতিগ্রস্থ হয়েছে সুন্দরবনের ফ্রেজারগঞ্জ উপকূল থানার মৌসুনী দ্বীপ, সাগর থানার ঘোড়ামারা দ্বীপ ও কাকদ্বীপের নারায়ণপুর এলাকা। সেখানেই চালু হোল এই কিচেন।
আরও খবরঃ http://anmnews.in/?p=216909 / http://anmnews.in/?p=216907
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm