নিজস্ব সংবাদদাতাঃ চাকরির বদলে জমি দুর্নীতিকাণ্ডে চাপ বাড়ছে আরজেডি নেতা তেজস্বী যাদবের। সেইসঙ্গে গ্রেফতারির আশঙ্কা করছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী। তাঁর আইনজীবী জানিয়েছেন, তেজস্বী যাদবকে সিবিআইয়ের সামনে হাজির করা হলেই তাঁকে গ্রেফতার করা হবে। যদিও সিবিআই জানিয়েছে, 'এই মুহূর্তে তাঁকে গ্রেফতারের কোনও প্রচেষ্টা নেই। কিছু নথির জন্য তাঁকে হাজির করা অত্যন্ত জরুরি। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেওয়া চলবে না তেজস্বীর।' জানা যাচ্ছে, তেজস্বী যাদব আগামী ২৫ ফেব্রুয়ারি সিবিআই দফতরে হাজিরা দেবেন।