মহিলা লোকো পাইলটের হাতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের হুইল, রইল ভিডিও

author-image
Harmeet
New Update
মহিলা লোকো পাইলটের হাতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের হুইল, রইল ভিডিও


 
নিজস্ব সংবাদদাতাঃ
আবারও একবার নারী শক্তির জয় হয়েছে ভারতীয় রেলে । বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা লোকো পাইলট হয়েছেন শ্রীমতী সুরেখা যাদব। তাঁর হাতে চলতে শুরু করেছে এই এক্সপ্রেস ট্রেন। তিনি মুম্বই-সোলাপুর রুটের বন্দে ভারত এক্সপ্রেসের লোকো পাইলট। তিনি জানান, 'আমার প্রথম নিয়োগ হয়েছিল ১৯৮৯ সালে। সেখান থেকে আমি এখন বন্দে ভারত এক্সপ্রেসে এসেছি। আমি সবার কাছ থেকে সমর্থন পেয়েছি। মুম্বইয়ে বন্দে ভারত এক্সপ্রেস আনার জন্য আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাই।' ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ভিডিও...