নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশের বিদিশা জেলায় ৬০ ফুট গভীর নলকূপে পড়ে আট বছরের এক শিশু। আধিকারিকরা জানিয়েছেন যে উদ্ধার অভিযান চলছে এবং এসডিআরএফের তিনটি দল এবং এনডিআরএফের একটি দল ঘটনাস্থলে রয়েছে।বিদিশার সহকারী পুলিশ সুপার (এএসপি) সমীর যাদব জানিয়েছেন, বোরওয়েলের ভিতরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, তবে উদ্ধারকারীরা শিশুটির সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। এনডিআরএফের ডেপুটি কমান্ড্যান্ট অনিল পাল জানিয়েছেন, "শিশুটি ৪৩ ফুট গভীরে আটকে পড়েছে। শিশুটির মধ্যে কিছুটা নড়াচড়া দেখা গেলেও এখনো কোনো যোগাযোগ হয়নি। আমরা ৪-৫ ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করব।"