নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ফেডারেল সরকারের বিরুদ্ধে তাকে গ্রেপ্তারের পরিকল্পনার অভিযোগ করে বলেছেন, এটি দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে সব মামলা শেষ করার 'লন্ডন পরিকল্পনার' অংশ। ইমরান বলেন, 'এটি লন্ডন পরিকল্পনার অংশ এবং সেখানে ইমরানকে জেলে পাঠানো, পিটিআইয়ের পতন ঘটানো এবং নওয়াজ শরিফের বিরুদ্ধে সব মামলা শেষ করার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।' তিনি আরও বলেন, "মানুষের উপর হামলার কারণ বুঝতে পারছি না কারণ আমি ইতিমধ্যে আশ্বাস দিয়েছি যে ১৮ মার্চ আদালতে উপস্থিত হব।" বুধবার ভোরে লাহোরে উত্তেজনা বিরাজ করার পর এই মন্তব্য করা হয়। পিটিআই চেয়ারম্যানের জামান পার্কের বাসভবনে ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দলীয় সমর্থকদের টানাপোড়েন চলছে।