নিজস্ব সংবাদদাতাঃ গত সপ্তাহে পশ্চিম আফ্রিকার দেশটির উপকূলে ডুবে যাওয়া একটি ফেরির ১৫ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে গ্যাবনের উদ্ধারকারী দল। গত ৯ মার্চ লিব্রেভিল থেকে পোর্ট-জেনটিলের দিকে ১৬১ জন যাত্রী নিয়ে এস্টার মিরাকল ফেরিটি ডুবে যায়। কর্তৃপক্ষ সোমবার ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং এখনও নিখোঁজ ৩১ জনকে খুঁজছে। বিমান বাহিনীর বিমান এবং ডুবুরি দল প্রতিদিন অনুসন্ধান অভিযান চালানোর জন্য পাঠানো হয়েছিল। উদ্ধার অভিযানের প্রধান বেকালে মেয়ং বলেন, 'জাহাজডুবির ঘটনায় আরও ১৫ জনের মৃতদেহ উদ্ধারের পর ১২৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।'