নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি যুদ্ধবিমান মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার পর ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাষ্ট্র। মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে কড়া বার্তা দিয়েছেন এবং মার্কিন কর্মকর্তারা মিত্র ও অংশীদারদের এ বিষয়ে অবহিত করেছেন।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, 'আমরা নিশ্চিত করতে পারি যে রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে ইউরোপীয় ও ইউরেশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কারেন ডনফ্রিডের সঙ্গে সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।'