কৃষ্ণ সাগরের ওপর দিয়ে উড্ডয়ন বন্ধ করবে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউসের কর্মকর্তা

author-image
Harmeet
New Update
কৃষ্ণ সাগরের ওপর দিয়ে উড্ডয়ন বন্ধ করবে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউসের কর্মকর্তা

নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক আকাশসীমায় রাশিয়ার ড্রোন আটকানোর ঘটনায় যুক্তরাষ্ট্র কৃষ্ণ সাগরে অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তা। জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগের সমন্বয়ক জন কিরবি বলেন, "যদি রাশিয়া কৃষ্ণ সাগরের উপর দিয়ে আন্তর্জাতিক আকাশসীমায় আমাদের উড্ডয়ন এবং পরিচালনা থেকে বিরত রাখতে চায়, তবে সেটি ব্যর্থ হবে।" তিনি বলেন, 'আমরা আন্তর্জাতিক জলসীমায়, আন্তর্জাতিক আকাশসীমায় উড্ডয়ন ও পরিচালনা অব্যাহত রাখব। কৃষ্ণ সাগর কোনো একটি জাতির নয়। এবং বিশ্বের এই অংশে আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের যা করা দরকার তা আমরা চালিয়ে যাব।' তিনি বলেন, 'ওই এলাকায় মার্কিন ড্রোনের উপস্থিতি নতুন কিছু নয়।' কৃষ্ণ সাগরের ওপর দিয়ে উড্ডয়নের আগে রাশিয়ার সঙ্গে সংঘাত মুক্ত করার বা মস্কোকে অবহিত করার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, 'আমরা ওই আকাশসীমা দিয়ে এক বছর ধরে ধারাবাহিকভাবে উড্ডয়ন করে আসছি। আন্তর্জাতিক আকাশসীমায় উড্ডয়নের আগে রাশিয়ার সঙ্গে আমাদের কোনো ধরনের চেক-ইন করার প্রয়োজন নেই।'