কৃষ্ণ সাগরে ড্রোন হামলার বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনকে অবহিত করা হয়েছে: হোয়াইট হাউস

author-image
Harmeet
New Update
কৃষ্ণ সাগরে ড্রোন হামলার বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনকে অবহিত করা হয়েছে: হোয়াইট হাউস

নিজস্ব সংবাদদাতাঃ কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোন ও রাশিয়ার একটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ বিষয়ে বাইডেনকে অবহিত করেছেন। তিনি বলেন, 'কৃষ্ণ সাগরের ওপর দিয়ে রুশ বিমানের মার্কিন বিমানকে আটকানো অস্বাভাবিক কিছু নয়।' তবে তিনি বলেন, 'রাশিয়ার কর্মকাণ্ড কতটা অনিরাপদ, অপেশাদার ও বেপরোয়া ছিল, তাতে মঙ্গলবারের ঘটনা অনন্য।' মার্কিন কর্মকর্তারা ড্রোন হামলার বিষয়ে উদ্বেগ জানাতে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন কিরবি। কিরবি বলেন, 'রুশ কর্মকর্তাদের কাছে এই ঘটনা সম্পর্কে আমাদের উদ্বেগের কথা স্পষ্টভাবে ও সরাসরি জানানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্য।'