প্রতিবাদের প্রতিদান, প্রাণ গেল শিক্ষকের, গ্রেফতার ৩

author-image
Harmeet
New Update
প্রতিবাদের প্রতিদান, প্রাণ গেল শিক্ষকের, গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ প্রতিবাদ করায় সূত্রপাত বচসা। বচসা পরিনত হয় হাতাহাতিতে। অবশেষে পরিনাম মৃত্যু। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ডেবরায়। গতকাল সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের শ্রীরামপুর এলাকায় দ্রুত গতিতে কেনো বাইক চালাবে যুবক, তার প্রতিবাদ করতে গিয়ে ওই যুবককে এক চড় মারেন এলাকার বিশিষ্ট শিক্ষক লক্ষীরাম টুডু। তারপর ওই ব্যক্তির ওপর লোকজন নিয়ে চড়াও হয় ওই যুবক। এমনই অভিযোগ উঠেছিল। তারপর শুরু হয় দুই পক্ষের মধ্যে মারামারি। আর সেই মারামারিতেই আহত হয় লক্ষীরাম টুডু। আহত হয় অপর পক্ষের এক যুবক৷ গুরুতর আহত অবস্থায় শিক্ষককে মেদিনীপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই মৃত্যু হয়। ঘটনায় অভিযুক্ত সুমন ভুঁইয়া, অর্ঘ্য ভুঁইয়া ও রবি ভূঁইয়া নামে তিনজনকে গ্রেফতার করে মেদিনীপুর আদালতে তোলে পুলিশ। আজ সন্ধ্যাতে খবর আসে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শিক্ষক লক্ষীরাম টুডুর। আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। সূত্রের খবর, লক্ষীরাম টুডু আদিবাসী সংগঠনের একজন নেতা। তাই সংগঠনের কর্মীদের মধ্যেও ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে। যদিও এই ঘটনায় জড়িত সবাইকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করে নিয়েছে। অপরদিকে বুধবার মৃতদেহ এলাকায় পৌঁছালে কি পরিস্থিতি তৈরি হয় সেদিকে তাকিয়ে ডেবরাবাসী।