New Update
নিজস্ব প্রতিনিধিঃ দলীয় পতাকা নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে বিতর্কের মুখে শাসক দল। পরীক্ষার্থীদের প্রভাবিত করার অভিযোগ তুলে সরব বিরোধীরা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষা কেন্দ্রের বাইরে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে প্রশাসনিক আধিকারিকদের। তারই মাঝে দুর্গাপুরের ইস্পাত নগরীর শিবাজী এলাকার একটি পরীক্ষা কেন্দ্রের বাইরে তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে শুরু হল চূড়ান্ত বিতর্ক। দুর্গাপুরের ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে শুভেচ্ছা বার্তা জানাতে দেখা যায়। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই আক্রমণের সুরে বলেন, "দেউলিয়া হয়ে গিয়েছে তৃণমূল। যেখানে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে, তারই মাঝে তৃণমূল নেতৃত্ব তৃণমূলের পতাকা নিয়ে প্রভাবিত করছে পরীক্ষার্থীদের। তৃণমূলের পতাকা নিয়ে জলের বোতল, ফুল বিলি করে পরীক্ষার্থীদের মধ্যে তৃণমূলের রং ঢোকানোর চেষ্টা করছে।"
যদিও বিরোধীদের মন্তব্যকে উড়িয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন দুর্গাপুরের ১ নম্বর তৃণমূল ব্লক সভাপতি রাজীব ঘোষ। তিনি বলেন, "তৃণমূলের কর্মী, সমর্থকরা ওই পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়েছিল এবং পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেছে। কোনও রাজনৈতিক উদ্দেশ্যে যায়নি।"
TRENDINGNEWSTODAY
TrendingNews
breakingnews
latestnews
india
hs exam
tmc
bjp
Banglanews
bengalinews
anmnews
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
news