দিগ্বিজয় মাহালী, ডেবরাঃ 'মেয়েদের ইসিজি করছে ছেলেরা। আমি দেখেছি। কোনো মেয়ের ইসিজি কোনও ছেলে টেকনিশিয়ান যেন না করে। এতে মেয়েদের সন্মানহানি হয়।' ডেবরাতে 'মাদার হাট'-এর উদ্বোধনে এসে সিএমওএইচকে নির্দেশ দিলেন রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূঁইয়া। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা হাসপাতালে জেলা প্রশাসন ও পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের অভিনব প্রয়াসে তৈরি করা হয়েছে 'মাদার হাট'। আর এই মাদার হাটের উদ্বোধন করতে মঙ্গলবার বিকেলে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূঁইয়া। উদ্বোধনের পর সিএমওএইচকে কড়া নির্দেশ দেন যে, 'মহিলা রোগীদের ইসিজি যেন কোনও ছেলে টেকনিশিয়ান না করে। এটা অপমানজনক।'