নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুর জেলার সিপিএম জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ফিরহাদ হাকিম বলেছিলেন, "সত্যি এই পার্থদাকে আমি চিনতাম না। এই পার্থদা আমার কাছে নতুন।" এই বক্তব্যের প্রেক্ষিতে সুজন চক্রবর্তী বলেন, "আগে পার্থ চট্টোপাধ্যায়কে চিনতেন, এখন চিনতে পারছে না। আপনি (ফিরহাদ হাকিম) কি নিজেকে চিনতে পারছেন? আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চিনতে পারেমনি? "চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও কলঙ্ক নেই", ফিরহাদ হাকিমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুজন চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রীর চারপাশে যারা থাকেন তারা পচা... তৃণমূলের ভোট কাটা মানে বিজেপির লাভ। বিজেপির ভোটকাটা মানে তৃণমূলের লাভ। এই ডিবেটটা সাগরদীঘি তুলে দিয়েছে। নিজেদের কীভাবে ভোট কমেছে? সেই আত্মসমালোচনা করুন।"