হরি ঘোষ, লাউদোহা : মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে যাতে সুষ্ঠুভাবে ছাত্র-ছাত্রীরা পৌঁছাতে পারে তার জন্য পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো। এদিন বিশেষভাবে সক্ষম এক উচ্চ মাধ্যমিকের ছাত্রকে তাঁর পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন তৃণমূলের গোগলা অঞ্চলের সভাপতি গৌতম ঘোষ। জানা যায়, ইরফান খান নামে বিশেষভাবে সক্ষম ছাত্রটি পাণ্ডবেশ্বরের রেলপাড় এলাকার বাসিন্দা। তাঁর কোমরের নিচ থেকে অঙ্গগুলি সঠিকভাবে কাজ করে না, দাঁড়াতেও পারে না ভালো করে, বসতেও পারে না । পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের তৃণমূল সভাপতি গৌতম ঘোষ জানান, 'তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছি। তাই দলের নির্দেশ মেনেই এই কাজ করেছি।' স্থানীয় নতুনডাঙ্গা বিদ্যালয় থেকে গোতম ঘোষ খবর পান এলাকার মাদার বুনি বিদ্যালয়-এর ছাত্র ইরফান বিশেষভাবে সক্ষম। এছাড়াও আর্থিকভাবে অস্বচ্ছল। খবর পেতেই তিনি ওই ছাত্রকে তাঁর বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন । সঙ্গে সঙ্গে এলাকা থেকে টোটো ভাড়া করে ছাত্রর বাড়ি থেকে তাকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত এনে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে বসিয়ে দেন গৌতম বাবু। গোগলা তৃণমূল অঞ্চল সভাপতির এই মানবিক মুখ দেখে প্রশংসা করছেন এলাকার মানুষ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
বিশেষভাবে সক্ষম পড়ুয়াকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে নজির গড়লেন তৃণমূল নেতা
New Update