New Update
নিজস্ব প্রতিনিধিঃ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল এক ছাত্রী। বর্তমানে অসুস্থ ছাত্রী লাউদোহা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই গৌরবাজার স্কুলের রমা পাল নামে এক পরীক্ষার্থীর পরীক্ষার কেন্দ্র গোগলা পঞ্চায়েত এলাকার নতুনডাঙ্গা উচ্চ বিদ্যালয়। নিজের বাড়ি থেকে সুস্থ অবস্থায় পরীক্ষা দিতে এসেছিল সে, দাবি অসুস্থ ছাত্রীর বাবার। পরে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে ছাত্রী। প্রচন্ড বুকে ব্যথা নিয়ে ২ বার বমিও করে ছাত্রী, জানা গিয়েছে স্কুল সূত্রে। ছাত্রীর অসুস্থতার খবর দেওয়া হয় তার বাড়িতে। লাউদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসেন অসুস্থ ছাত্রীর বাবা দীপক পাল। তিনি জানান, সকালে সুস্থই ছিল তার মেয়ে। তবে হঠাৎ অসুস্থ হওয়ায় স্কুলের শিক্ষকরা তাকে হাসপাতালে ভর্তি করেছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে অসুস্থ ছাত্রীকে দেখতে আসেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধায়কের সঙ্গে ছিলেন দুর্গাপুরের ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি সুজিত মুখার্জি। বিধায়ক এসে অসুস্থ ছাত্রীর সঙ্গে কথা বলেন। কথা বলেন লাউদোহা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারদের সঙ্গেও। বিধায়ক বলেন, ছাত্রীর পরিবারের পাশে আছেন তিনি ও তার দল। এছাড়াও বিধায়ক বলেন, ছাত্রীকে যদি দুর্গাপুরের কোনও বেসরকারি হাসপাতালে দেখানোর প্রয়োজন হয়, তাহলে সবরকম সাহায্য করবেন তিনি।
india
hs
exam
news
anmnews
bengalinews
latestnews
breakingnews
TrendingNews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate