নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রায় তিরিশজন পরীক্ষার্থীর পাশে দাঁড়ালেন বাসুদেবপুর জেমারী আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য তিনটি গাড়ির ব্যবস্থা করলেন তারা। এদিন তিরিশজন পরীক্ষার্থীর হাতে টিফিনের প্যাকেট তুলে দেন তৃণমূল কর্মীরা।
এই প্রসঙ্গে যুব তৃণমূল নেতা সন্তু নাগ (শচীন) বলেন, "যুবরা দেশের ভবিষ্যৎ। তাই তাদের পাশে দাঁড়ানো সবার কর্তব্য। আমরা বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও যুব তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশ মতো এবং সালানপুর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম।"