মালয়েশিয়ায় গিয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন বর্ধমানের সিঁথি চ্যাটার্জীরা

author-image
Harmeet
New Update
মালয়েশিয়ায় গিয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন বর্ধমানের সিঁথি চ্যাটার্জীরা
নিজস্ব প্রতিনিধিঃ মালয়েশিয়া থেকে খেতাব জয় করে পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের নাম উজ্জ্বল করলেন সিঁথি চ্যাটার্জী। জানা গিয়েছে, কয়েক দিন আগে বর্ধমানের প্রতিষ্ঠিত নৃত্য শিক্ষা কেন্দ্র নৃত্যবাসা ও হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটির হাইকমিশন অফ ইন্ডিয়া এবং আই.সি.সি.আর মালেশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছিল শাস্ত্রীয় সংস্কৃতিক অনুষ্ঠান।
 

যেখানে আন্তর্জাতিক নিত্য গুরু অমৃতা দাসের তত্ত্বাবধানে বর্ধমান থেকে ২০ জনের একটি দল মালয়েশিয়ায় নৃত্য পরিবেশন করেছিল। পন্ডিত প্রসেনজিৎ পোদ্দারের আমন্ত্রণে মালয়েশিয়ায় মঞ্চে অত্যন্ত সুনামের সঙ্গে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সিঁথি চ্যাটার্জীরা। আলাদাভাবে উল্লেখ করতে হয় সোমনাথ পান্ড, তুনা রুদ্র, মোহনা ঘোষ, সিঁথি চ্যাটার্জি ও শিশু শিল্পী অরিশা পালদের কথা।