বিজেপির শহিদ সম্মান যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

author-image
New Update
বিজেপির শহিদ সম্মান যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

দেবাশিষ বিশ্বাস, কোচবিহার: তুফানগঞ্জ বিধানসভার শালবাড়ি ২ নম্বর অঞ্চলে বিজেপির শহিদ সম্মান যাত্রা কর্মসূচিতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জণ বারলা। বিজেপি দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করেন তিনি। তার কথায়নাটাবাড়ি বিধানসভার ডাউয়াগুড়ি এলাকাতেও বিজেপির কর্মসূচির মঞ্চ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে তৃনমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।এদিন ওই কর্মসূচিতে আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী তথা বিধায়িকা মালতি রাভা, বিধায়ক নিখিল রঞ্জন দে সহ বেশ কয়েকজন নেতৃত্ব। মালতি দেবী অভিযোগ করে বলেন, “তৃণমূল ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু এরাজ্যে গণতন্ত্রের যা অবস্থা তা আপনারা নিজে চোখেই দেখছেন। এখানে বিরোধীদের কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হয় না। কিন্তু এসব করেও মানুষের জমায়েত আটকাতে পারে নি তৃণমূল। প্রত্যেকটি কর্মসূচিতে প্রচুর মানুষের ভিড় জমেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা বলেন, “এসব করে তারা দুই একটা মঞ্চ ভাঙতে পারবে, কোথাও কোথাও হয়ত আমাদের কর্মসূচিকেও আটকে দিতে সফল হবে। কিন্তু যে ভাবে এখানকার মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাতে তাঁদের মন থেকে আমাদের সরাতে পারবে না কখনও। এদিন তুফানগঞ্জের হরিপুর চৌপথিতে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেখানে তিনি জানান, “কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু কর্মসূচি নিয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ এইমস হাসপাতাল। রাজ্য সরকারের কাছে সেই সব প্রোজেক্টের কাগজপত্র পাঠিয়ে দিয়েছে। তাঁদের সহযোগিতা পেলেই ওই কাজ শুরু হবে। কিন্তু রাজ্য সরকার সহযোগিতা না করলে তা কখনও করা সম্ভব হবে না।