দেশের ১৭টি দূষিত নদীর তালিকায় জলপাইগুড়ির করলা নদী

author-image
New Update
দেশের ১৭টি দূষিত নদীর তালিকায় জলপাইগুড়ির করলা নদী

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: দেশের ১৭টি দূষিত নদীর তালিকায় ঠাঁই পেল জলপাইগুড়ি জেলার শহরে বয়ে যাওয়া করলা নদী। করলাকে দূষণ মুক্ত করতে পদক্ষেপ করেছে গ্রিন ট্রাইবিউনাল। পশ্চিমবঙ্গ সরকারের পুর বিষয়ক দপ্তরের যুগ্ম সচিব নন্দিনী ঘোষ বৃহস্পতিবার করলা নদী পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, “নদীর বিভিন্ন প্রান্তে তারজালি দিয়ে গেট করা হয়েছে। এতে বর্জ্য গেটে আটকে যাচ্ছে। নদীর জলকে পরিষ্কার রাখতেই এই উদ্যোগ। জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো জানিয়েছেন,  করলা দূষণ মুক্ত হোক, এটাই জলপাইগুড়িবাসীর দাবি। এই নদীতে একসময় প্রচুর মাছ পাওয়া যেত। কিন্তু দূষণ বেড়ে যাওয়ায় এখন নদীর অনেক নদীয়ালি মাছ বিলুপ্তির পথে। করলাকে দূষণ মুক্ত করতে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা প্রশংসনীয়।