নিজস্ব সংবাদদাতাঃ অস্কার জয়েই পরও বিতর্কের মুখে এসএস রাজামৌলী পরিচালিত আরআরআর। অস্কারের সঙ্গে বিতর্ক যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত। প্রতি বছর কিছু না কিছু বিতর্ক জায়গা করে নেয় খবরের শিরোনামে। ৯৫ তম বর্ষে এসেও তার ব্যতিক্রম ঘটল না। আরআরআর একটি তেলুগু ছবি। ছবির প্রচারে যখন বিদেশের মাটিতে রাজামৌলী যান তখন একাধিকবার তাঁর কানেও এসেছিল- আরআরআর বলিউড ছবি। প্রথম এক-দুবার মুখ না খুললেও পরবর্তীতে তা নিয়ে সরব হয়েছিলেন পরিচালক। অস্কারের মঞ্চেও একই ঘটনা। অস্কার সঞ্চালক জিমি কিমেল আরআরআর-কে বলে বসলেন বলিউডের ছবি। আর তারপরই নেটপাড়ায় শোরগোল বর্তমান। আরআরআর-কে প্রচারের সময় রাজামৌলী ভারতীয় ছবি বলেই উল্লেখ করতেন, দক্ষিণের নাম নিয়ে তো প্রচার করেননি কোনওদিন। তবে কেন বারে বারে বলিউডের ট্যাগ লাগছে এই ছবির গায়ে? প্রশ্ন নেটিজ়েনদের।