নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন ক্রীড়াবিদ পিটি উষার নেতৃত্বে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন সমস্ত সদস্যদের কাছে তাদের মতপার্থক্য ভুলে ভারতীয় ক্রীড়ার উন্নতির জন্য একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে। দিল্লিতে অনুষ্ঠিত প্রথম বার্ষিক সাধারণ সভায় পিটি ঊষা এবং যুগ্ম সম্পাদক কল্যাণ চৌবে নিম্নলিখিত এজেন্ডাগুলি নিয়ে আলোচনা করেছেন:
১) ১০ ডিসেম্বর, ২০২২ তারিখে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী সম্পর্কে নিশ্চিতকরণ।
২) ২০২০-২০২১ আর্থিকবর্ষে নিরীক্ষিত হিসাব বিবরণী বিবেচনা ও পাস করা।
৩) গোয়া, ছত্তিশগড়, উত্তরাঞ্চল ও মেঘালয়ের জন্য জাতীয় গেমস পরিচালনার বিষয়ে পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।
৪) চলতি বছরের অক্টোবর-নভেম্বরে জাতীয় গেমস আয়োজনের জন্য গোয়ায় প্রস্তুতি।
৫) অভিযোগকারীদের খুঁজে না পাওয়ায় কয়েক দশকেরও বেশি সময় ধরে ঝুলে থাকা সমস্ত পুরানো মামলা অবিলম্বে নিষ্পত্তি করা এবং নিষ্পত্তি হওয়া বর্তমান মামলাগুলির সাথে এগিয়ে চলার উপায় সন্ধান।
৬) উপস্থিত সকল সদস্যকে একটি স্ট্যাচু অব ইউনিটি উপহার প্রদান, যাতে গৃহীত সিদ্ধান্তকে বাস্তবে কাজে লাগানো যায়। অতীতে অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে যে মতপার্থক্য ছিল সেটা ভুলে এবং আগামী দিনে যাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ব্যাপারে আহ্বান জানানো হয়েছে ।