নিজস্ব সংবাদদাতা: চলছে অস্কার ২০২৩ অনুষ্ঠান। অনুষ্ঠানে সেরা ছবির জন্য অস্কার জিতেছে 'এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স' সিনেমাটি।
সেরা অভিযোজিত চিত্রনাট্যের জন্য অস্কার পেয়েছে 'ওমেন টকিং'। সেরা মৌলিক চিত্রনাট্যের জন্য অস্কার পেয়েছে 'এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস'।