বাড়িতে বানানো স্ক্রাবের পার্শ্বপ্রতিক্রিয়া রুখতে কি করবেন?

author-image
Harmeet
New Update
বাড়িতে বানানো স্ক্রাবের পার্শ্বপ্রতিক্রিয়া রুখতে কি করবেন?

​নিজস্ব সংবাদদাতাঃ  আপনার ত্বকে কী ধরনের স্ক্রাব  প্রয়োজন, তা জেনে নিয়ে আপনি অবশ্য়ই স্ক্রাব ব্যবহার করতে পারেন। মরশুম অনুযায়ী আপনার ফেস স্ক্রাবের উপাদান বদলে যেতে পারে। এখনও বর্ষা যায়নি। তাই এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি। প্রায়ই চুল আঠা হয়ে যাচ্ছে। ত্বক তৈলাক্ত হয়ে থাকছে। এখন মুখের ত্বকে আপনি এমন কিছু ঘরোয়া স্ক্রাব ব্যবহার করবেন না, যাতে আপনার ত্বক আরও বেশি তৈলাক্ত হয়ে পড়তে পারে। তাই আপনার স্ক্রাবে যেন সেরকম উপাদান থাকে, যা আপনার ত্বককে আর্দ্রতাও জোগায় ও আপনার ত্বকের মরা কোষও উঠে আপনার ত্বক দেখায় চকচকে।



ঘরে তৈরি এই ফেস স্ক্রাবগুলি দিয়ে পুজোর আগেই ত্বকের জেল্লা বাড়ান in bengali


আপনি বর্ষায় কফির ফেস স্ক্রাব ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সঙ্গে কফিগুঁড়ো মিশিয়ে আপনার ফেস স্ক্রাব বানিয়ে নিন। সব ধরনের ত্বকেই এটি উপযোগী।