চিনি ও নুনের ফেস স্ক্রাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে?

author-image
Harmeet
New Update
চিনি ও নুনের ফেস স্ক্রাবে  কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে?

​নিজস্ব সংবাদদাতাঃ অনেকেই চিনি বা নুনের ঘরোয়া ফেস স্ক্রাব ব্যবহার করেন। কিন্তু এতে ত্বকের কতটা ক্ষতি হতে পারে জানেন? চিনির স্ক্রাব আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন, কিন্তু মুখে ব্যবহার করবেন না। শরীরের অন্যান্য অংশে আপনি চিনির স্ক্রাব  ব্যবহার করুন। কিন্তু মুখের ত্বকে ব্যবহার করবেন না।

চিনি আর নুন দুটোই দেখতে একই রকম, কিন্তু পার্থক্য কিসের? - Quora



  • ত্বকে ব়্যাশ বের হতে পারে।
  • ত্বক আরও রুক্ষ হয়ে যেতে পারে।
  • ত্বক লাল হয়ে যেতে পারে।
  • ত্বক জ্বালা করতে পারে।
  • অনেকেই নুন বা চিনি নিয়ে তার সঙ্গে মধু মিশিয়ে স্ক্রাব বানিয়ে নেন। সেটি মুখে স্ক্রাবের মতো ঘষে নেন। এইক্ষেত্রে মনে রাখবেন, আপনার ত্বক যে প্রকৃতিরই হোক, আপনার ত্বকে নুন বা চিনিতে লাভের চেয়ে ক্ষতি হয় অনেকটাই বেশি । বেশ কিছুক্ষণ ঘষার ফলে ত্বক লাল হয়ে যেতে পারে। এমনকী ত্বকে ব়্যাশ হওয়ারও সম্ভাবনা থাকে। কিছু অংশে শুকনো প্যাচ তৈরির আশঙ্কাও থেকে যায়। বিশেষত আপনার ত্বক যদি স্পর্শকাতর হয়, তবে আপনার ত্বকে এই ঘরোয়া ফেস স্ক্রাব ব্যবহারে আরও বেশি সমস্যা হতে পারে।