নিজস্ব সংবাদদাতাঃ উত্তর কোরিয়া একটি সাবমেরিন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, সামরিক বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং দেশটির গোয়েন্দা সংস্থা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সুনির্দিষ্ট তথ্য বিশ্লেষণ করতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করছে। জানা গিয়েছে, রবিবার ভোরে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি আন্ডারওয়াটার লঞ্চিং ড্রিল অনুষ্ঠিত হয়, যেখানে "৮.২৪ ইয়ংগুং" সাবমেরিনটি কোরিয়ার পূর্ব উপকূলের জলে দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সূত্রে খবর, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ১,৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে সমুদ্রে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।