চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন লি শাংফু

author-image
Harmeet
New Update
চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন লি শাংফু

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত জেনারেল লি শাংফুকে চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করেছে চীন। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে লি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন এবং বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের সময়ে তার নিয়োগ এসেছে। বিদায়ী প্রতিরক্ষা প্রধান ওয়েই ফেংহে'র স্থলাভিষিক্ত হওয়ার জন্য দেশটির রাবার স্ট্যাম্প পার্লামেন্ট, ন্যাশনাল পিপলস কংগ্রেস সর্বসম্মতিক্রমে লি শাংফুকে ভোট দিয়েছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১০টি এসইউ-৩৫ যুদ্ধবিমান এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ রাশিয়ার অস্ত্র কেনার জন্য লি'র ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বিশেষজ্ঞরা বলছেন, লি'র প্রেক্ষাপটে ওয়াশিংটন এই নিয়োগকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।