নিজস্ব সংবাদদাতাঃচশমা পরার কারণে আমাদের নাকের দু’পাশে দাগ পড়ে যায়। দীর্ঘদিন চশমা পরার কারণে চশমার পিন নাকের দু’পাশে কালো দাগ হয়ে যায়। নাকের দুই পাশে এই দাগ চিরস্থায়ী হতে পারে। তাই চিরস্থায়ী হওয়ার আগেই সেই চশমার দাগ তুলে ফেলার ব্যবস্থা করুন আপনি। কী করবেন, বলে দিচ্ছি আমরা।
লেবু ও মধুঃ লেবুর রস প্রাকৃতিক ব্লিচ। তাই ত্বকের কোনও দাগ তুলতে বেশ উপযোগী লেবুর রস। আপনি এক চা চামচ লেবুর রস নিন। তার সঙ্গে মধু মিশিয়ে নিন। কারণ, মধু ত্বককে আর্দ্র রাখে। এবার সেই মিশ্রণ নাকের উপর চশমার দাগে লাগিয়ে নিন। নিয়মিত লাগালেই দাগ আস্তে আস্তে চলে যাবে।
অ্যালোভেরা জেলঃ অ্যালোভেরা ত্বকের যেকোনও সমস্যা বা দাগ ছোপ কমাতে খুবই উপযোগী। তাই নাকে চশমার দাগেও উপযোগী হবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিন। সেটি আঙুলে করে নিয়ে নাকে চশমার দাগের উপর লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত লাগালেই দাগ আস্তে আস্তে উঠে যাবে। আপনার ত্বকও ভাল থাকবে।
আলুর রসঃ আলুর রস প্রাকৃতিক ব্লিচ। ত্বকের যেকোনও দাগ তোলার জন্য বেশ উপযোগী। নাকে চশমার দাগ তুলতে পারে আলুর রস। আলু কুচি কুচি করে কেটে স্ম্যাশ করে নিন। তা থেকে চিপে রস বের করে নিন। আঙুলে করে নিয়ে সেই রস নাকের দুপাশে দাগের উপর লাগান। ১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই আলুর রস লাগালে তফাৎ বুঝতে পারবেন আপন নিজেই।