নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া জানিয়েছে, তাদের প্রতিনিধিরা এখনও কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনায় অংশ নেয়নি, যা সংঘাত সত্ত্বেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি বিরল চুক্তি ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, 'এ বিষয়ে আলোচনা, বিশেষ করে রুশ প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা করা হয়নি।' চুক্তি সম্পর্কে রাশিয়ার অভিযোগের পুনরাবৃত্তি করে জাখারোভা বলেন, "এখন পর্যন্ত কেবল ইউক্রেনীয় অংশটি কার্যকরভাবে প্রয়োগ করা হয়েছে এবং পশ্চিমা একতরফা নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার কৃষি রফতানি অবরুদ্ধ রয়েছে।" জাখারোভা বলেন, "আগামী ১৩ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়ার প্রতিনিধি দল ও জাতিসংঘের প্রতিনিধিদের মধ্যে কৃষ্ণ সাগরের শস্যের উদ্যোগ সম্প্রসারণের বিষয়ে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে।"