নিজস্ব সংবাদদাতাঃ কঙ্গোর পূর্বাঞ্চলীয় উত্তর কিভু প্রদেশের কিরিন্দারা গ্রামে সন্দেহভাজন ইসলামি জঙ্গিরা অভিযান চালিয়ে অন্তত ১৯ জনকে হত্যা করেছে এবং একটি চিকিৎসা কেন্দ্র পুড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। সেনাবাহিনী গত সপ্তাহের হামলার জন্য পূর্ব কঙ্গোভিত্তিক উগান্ডার সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করেছে, যারা ইসলামিক স্টেটের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছে এবং গ্রামে ঘন ঘন অভিযান চালায়। গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সুশীল সমাজের একজন সদস্য রবিবারের হামলার জন্য এডিএফকেও দায়ী করেছেন। জানা গিয়েছে, জঙ্গিরা আরও কয়েকজনকে অপহরণ করেছে।