পাচার করতে গিয়ে নদীতে আটকে মৃত্যু হল ১৬টি গোরুর

author-image
New Update
পাচার করতে গিয়ে নদীতে আটকে মৃত্যু হল ১৬টি গোরুর

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: পাচার করতে গিয়ে নদীতে আটকে মৃত্যু হল ১৬টি গোরুর। শুক্রবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের খুদিভিটায়।নদী দিয়ে বাংলাদেশে গোরু পাচার কোনও নতুন ঘটনা নয়। এর আগেও অনেকবার স্থানীয় বাসিন্দারা এমন ঘটনা দেখেছেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বেশ কয়েকবার পুলিশ এবং বিএসএফ গোরু উদ্ধার করেছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, এদিনও ওই গোরুগুলি দড়ি দিয়ে বেঁধে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সাহু নদীতে ভাসিয়ে দেওয়া হয়। খুদিভিটা এলাকার সাহু ব্রিজের পিলারে ওই দড়ি আটকে যাওয়ায় গোরুগুলি সারারাত জলের মধ্যে দাঁড়িয়ে থেকে অবশেষে মারা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গোরুগুলি মৃত অবস্থায় উদ্ধার হয়। কোথা থেকে এসেছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা পুলিশ তদন্ত করে দেখছে। এদিন ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। রাজগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, নদীতে আটকে গোরুগুলির মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।