করোনা নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বেরোল তাজিয়া

author-image
Harmeet
New Update
করোনা নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বেরোল তাজিয়া

হাবিবুর রহমান, ঢাকাঃ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাংলাদেশের রাজধানী ঢাকায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হল। এবার করোনা পরিস্থিতির কারণে তাজিয়া মিছিল বন্ধ বলে ঘোষণা করা হয়। তারপরও নিষেধাজ্ঞার মধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি ছাড়াই রাস্তায় মিছিল বের করতে দেখা গেছে।
 শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুরানো ঢাকার ইমামবাড়া হোসেনি দালান থেকে মিছিলটি বের হয়ে চকবাজার, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট ও জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় যায়। করোনার কারণে গত বছরের মতো এবারও বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় ও স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। শুক্রবার সরকারি ছুটি। পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।